ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আজ সব ব্যাংক বন্ধ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ৩০ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

পবিত্র শবে বরাত উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন বন্ধ রয়েছে।

এ বিষয়ে গত ২২ মার্চ একটি সার্কুলার জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে সার্কুলার দিয়ে লাইলাতুল বরাত উপলক্ষে গত ২৯ মার্চ ছুটি ঘোষণা করা হয়েছিল। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র শবে বরাত উপলক্ষে ঘোষিত ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পুনঃনির্ধারণ করে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি